Our social:

Thursday, January 5, 2017

যিশুখ্রিস্টকে ভগবানের অবতার এবং শান্তি-প্রেমের অবতার বলেই জানতান।

আমাদের পরিবার রামকৃষ্ণ মিশনের সাথে যুক্ত থাকার কারণে ছোটবেলায় যিশুখ্রিস্টকে ভগবানের অবতার এবং শান্তি-প্রেমের অবতার বলেই জানতান।
কিন্তু বাইবেল পড়তে যেয়ে বেশ কয়েকটি স্থানে আমি হোচট খাই, যেমন যে যিশুকে আমরা শান্তির অবতার বলে জানি সেই যিশুই যখন বাইবেলে বলছে:
"আমি পৃথিবীতে শান্তি দিতে আসেছি এই কথা মনে করো না। আমি শান্তি দিতে আসিনি বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি ; ছেলেকে বাবার বিরুদ্ধে, মেয়েকে মায়ের বিরুদ্ধে, বৌকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি।
একজন মানুষের নিজের পরিবারের লোকেরাই তাঁর শত্রু হবে।
যে কেউ আমার চেয়ে মা-বাবাকে বেশী ভালবাসে সে আমার উপযুক্ত নয়। আর যে কেউ ছেলে বা মেয়েকে আমার চেয়ে বেশী ভালবাসে সে আমার উপযুক্ত নয়। যে নিজের ক্রুশ নিয়ে আমার পথে না চলে সে-ও আমার উপযুক্ত নয়। যে কেউ নিজের জীবন রক্ষা করতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে ; কিন্তু যে কেউ আমার জন্য তার প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে।"
( বাংলাদেশ বাইবেল সোসাইটি ঢাকা কর্তৃক প্রকাশিত পবিত্র বাইবেল : মথি, ৩৪-৩৯ ; পবিত্র নূতন নিয়মের ১৪ পৃষ্ঠা)

যিশুর বলা এই কথাগুলোর প্রেক্ষাপট সম্পর্কে আমি বিস্তারিত জানতে চাই ; যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন তারা মতামত দিবেন প্লিজ।
সবাইকে বড়দিনের শুভেচ্ছা!


0 comments:

Post a Comment