Our social:

Thursday, January 5, 2017

নাতন বিদ্যার্থী সংসদ চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে এক বাৎসরিক আনন্দভ্রমন

আজ সারাদিন অনেক কর্মব্যস্ত এবং আনন্দঘন কাটালাম। সনাতন বিদ্যার্থী সংসদ চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীতে এক বাৎসরিক আনন্দভ্রমন এবং সংক্ষিপ্ত কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ,মহসিন কলেজ এবং হাটহাজারী কলেজ সহ চট্টগ্রামের প্রায় খ্যাতনামা কলেজের প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রীবৃন্দ।
প্রথমে ব্রহ্মজ্ঞপুরুষ শ্রীঅদ্বৈতানন্দের স্মৃতিবিজড়িত বাঁশখালীর ঋষিধাম দর্শন এবং তাঁর দৈব আশীর্বাদ প্রার্থনা করা হয় ; পরে জঙ্গল জলদীতে তাঁর শিষ্য চিন্তাহরণ পুরীর আশ্রমে সমবেত ধর্মচক্র, কর্মী প্রশিক্ষণ সহ সকল অনুষ্ঠান সফলভাবে আয়োজিত হয়।
আমার ধারণা আজকের দিনটি অংশগ্রহণকারী সকলের জীবনেই স্মরণীয় হয়ে থাকবে ; আর এভাবেই আমাদের ঋত-ঋদ্ধির পথে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে।

 

0 comments:

Post a Comment