Our social:

Thursday, August 25, 2016

আসুন আমরা সবাই অনন্ত প্রেরণাদাত্রী বেদমাতার শরণ নেই

আসুন আমরা সবাই অনন্ত প্রেরণাদাত্রী বেদমাতার শরণ নেই, সদা তাঁর দিবস্তোত্র করি এবং দিকে দিকে তাঁর বিজয় ডিণ্ডিম ছড়িয়ে দেই। গঙ্গাজলে গঙ্গাপূজার ন্যায় বেদমাতাই আমাদের শিখিয়ে দিয়েছেন কেমন করে আমরা তাঁর স্তোত্র করবো।

স্তুতা ময়া বরদা বেদমাতা
প্রচোদয়ন্তাং পাবমানী দ্বিজানাম্।
আয়ুঃ প্রাণং প্রজাং পশুং কীর্তিং দ্রবিণং ব্রহ্ম বর্চসম্।।
মহ্যং দত্ত্বা ব্রজত ব্রহ্মলোকম্।।
(অথর্ব্বেদ : ১৯.১২.১)

হে অনন্ত প্রেরণাদাত্রী বরদা বেদমাতা তোমার স্তুতি করি, তোমার অমৃতময় জ্ঞানের দ্বারাই জীব দ্বিতীয় জন্ম লাভ করে পবিত্র হয়ে ওঠে।
হে মা, একমাত্র তোমার কৃপাময় পথে চলেই আমরা আয়ু, জীবনীশক্তি, বংশধারা, পশুসম্পদ, কীর্তি এবং ব্রহ্মজ্ঞান লাভ করতে পারি। তাই মাগো, আমাদের আয়ু, জীবনীশক্তিরূপ আভ্যুদয়িক এবং নিঃশ্রেয়সরূপ ব্রহ্মজ্ঞান সম্পূর্ণরূপে দান করেই তুমি ভারমুক্ত হয়ে ব্রহ্মলোকে গমন করো।





Author : 

Kushal Chakraborty



0 comments:

Post a Comment