Our social:

Wednesday, September 14, 2016

জগতে ধর্ম কি?

                                                                 জগতে ধর্ম কি? 


এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন :
ধারণাদ্ধর্মমিত্যাহু ধর্মো ধারয়তে প্রজাঃ।
যৎস্যাদ্ধারণ সংযুক্তং স ধর্ম ইতি নিশ্চয়ঃ।।
(মহাভারত : কর্ণপর্ব, ৬৯. ৫৮)
সমাজকে, জনসাধারণকে যা ধারণ করে রাখে, তাই ধর্ম। তাই কিসে জনসাধারণের, সমাজের সমৃদ্ধি এবং কল্যাণ হয়, তার সাথে যুক্ত হওয়াই ধর্ম ; এ কথা নিশ্চিতরূপে যেন।
এ পবিত্র ধর্ম পালনের অসংখ্য উপদেশ মহাভারতের সর্বত্র দেয়া আছে। ধর্ম সম্পর্কিত উপদেশগুলো একস্থানে জড়ো করলে হয়তো সহস্রের উপরে হবে। মহাভারত আমাদের শিখিয়েছেন -
ন ধর্মাৎ পরমো লাভ (অনুশাসনপর্ব : ১০৬.৬৫)
"জগতে ধর্ম হতে শ্রেষ্ঠ লাভ করার পরম বস্তু আর কিছুই নেই।" ধর্মপালন করলে সত্যরূপ ধর্মই মানুষকে রক্ষা করে, আর ধর্মহীন উচ্ছৃঙ্খল ব্যক্তির বিনাশ সাধন করে। তাই কল্যাণেচ্ছু ব্যক্তিগণ সর্বতোভাবে ধর্ম আচরণে মনোনিবেশ করবেন-
ধর্ম এব হতো হন্তি ধর্ম রক্ষতি রক্ষিতঃ
( মহাভারত : বন, ৩১২. ১২৮)
মহাভারতের প্রধান শিক্ষাই হলো - যথা ধর্ম, তথা জয়। তাই আমাদের সবারই উচিৎ সদা সত্যরূপ ধর্মের শরণে থাকা। এ শরণই পারে একমাত্র আমাদের জাগতিক অভ্যুদয় এবং মুক্তির পথে নিয়ে যেতে।


writer : 




0 comments:

Post a Comment