Our social:

Friday, October 7, 2016

দেখতে দেখতে চলে আসলো শারদীয় দুর্গোৎসব

দেখতে দেখতে চলে আসলো শারদীয় দুর্গোৎসব আমাদের মাঝে। রাত পোহালেই মহালয়া। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অমর কণ্ঠধ্বনি।
এই শারদোৎসবে সবার কাছে আমাদের একটা আহ্বান এবং সাথে সাথে অনুরোধ-
আমরা পূজায় যে বরাদ্দকৃত চাল পাই সরকার থেকে গরিবদের জন্যে, তা যেন সত্যি সত্যি যাদের নামে বরাদ্দ হয় তাদের কাছে পৌছে দিতে পারি। পূজা কমিটিগুলো এবং এই চালের সাথে যুক্ত যারা আছেন তারা সবাই জানেন, চালগুলো না নিয়ে আমরা যে টাকা নেই সেই টাকাটা সেই চালের বাজারমূল্যের থেকে অনেক কম মূল্যে আমরা বিক্রি করতে বাধ্য হই এর সাথে যুক্ত কিছু মানুষদের সিন্ডিকেটের কারণে। সেই সামান্য টাকাটাও আমরা অধিকাংশই লাইটিং, ডেকোরেশনের পিছনেই খরচ করে ফেলি । ফলে আমাদের সম্প্রদায়ের গরিব মানুষেরা এর দ্বারা সামান্যতম উপকৃত হয় না। তাই আসুন আমরা সবাই এবারের পূজায় সরকারী এ চালগুলো মায়ের আশীর্বাদ এবং কৃপা লাভের জন্যে পূজা এলাকার গরিব মানুষের মাঝে বিতরণ করি।
বিষয়গুলো প্রথম আমাকে বলে জয়পুরহাটের রাজ কুমার রামেখাঁ নামে এক মারোয়াড়ী দাদা। ধন্যবাদ দাদাকে এমন একটি প্রয়োজনীয় বিষয়ে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করা জন্যে।

0 comments:

Post a Comment