আমি তোমাদেরই লোক।
গতো ১৪ সেপ্টেম্বর ছিলো আমার জন্মদিন। আমার কাছে জন্মদিন দিনটা আর পাঁচটা দিনের মতোই সাধারণ এবং স্বাভাবিক। কিন্তু আমি কৃতজ্ঞ এবং অভিভূত যে, জন্মদিনে আমি সকলের যে পরিমাণে শুভকামনা, শুভেচ্ছা ও আশীর্বাদ পেয়েছি তা এককথায় অনন্য আমার জীবনে। আমার টাইমলাইন এবং ম্যাসেজ বক্স উপচে পরেছে শুভকামনায় ও আশীর্বাদে। এ আশীর্বাদ এবং শুভকামনাই আমার আগামীর পথ চলার পাথেয়। তাই সবার শুভকামনায় স্নাত হয়ে কৃতজ্ঞচিত্তে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতে চাই :
মোর নাম এই বলে খ্যাত হোক
আমি তোমাদেরই লোক।
আমি তোমাদেরই লোক।
We feel that , you belong to us and we also belong to you.
ReplyDeleteতাঁর জাতির সর্দারেরা তাদের অনুসারীদের বলল,”এ লোকটি তোমাদের মতই একজন মানুষ ছাড়া আর কিছু নয় !”
ReplyDelete[ সূরা মু’মিনুন,আয়াত নং ২৪]