শ্রীকুশলবরণ চক্রবর্তী
শ্রীকুশলবরণ চক্রবর্তী
( Kushal Chakraborty) দাদার জন্মতিথি যদিও দুদিন আগে গেছে, তারিখের হিসাবে আজ আমাদের সকলের প্রিয় দাদার জন্মদিন। আজকের এই শুভতিথি তে দাদা ধরিত্রী মাতার বক্ষে এসেছিলেন। বেদ মাতা সরস্বতীরর কৃপায় তিনি বর্তমানে দেশের সবগুলো ভার্সিটিতে বেদ উপনিষদ ও সনাতনধর্ম কে যুবকদের মাঝে ছড়িয়ে দিয়ে তপ্ত মরুর বুকে শীতল জলধারার স্রোত বয়য়ে দিয়েছেন। তাঁর প্রশংসা করে আমি হয়ত ছোট মুখে শেষ করতে পারব না। তবে দাদার কার্যক্রম আমাদের মত যুবকদের যে স্বপ্ন দেখিয়েছে তা যেন হাজারো বছর ধরে যুব সম্প্রদায় বয়ে নিয়ে যেতে পারে ঈশ্বরের কাছে এ প্রার্থনায় করি। আমাদের কুশলদা আমাদের মাঝে যেমন আশার দ্বীপশিখা জ্বালিয়েছেন তেমনিই ভাবে হাজার বছর ধরে তার কীর্তি যেন এ ধরার বুকে থাকে। তিনি যেন শতবর্ষ ধরে এ জ্ঞানের বাণী সকলের মাঝে দিতে পারেন। শুভ জন্মদিন দাদা।

from :
Kartik Krishna Roy
( Kushal Chakraborty) দাদার জন্মতিথি যদিও দুদিন আগে গেছে, তারিখের হিসাবে আজ আমাদের সকলের প্রিয় দাদার জন্মদিন। আজকের এই শুভতিথি তে দাদা ধরিত্রী মাতার বক্ষে এসেছিলেন। বেদ মাতা সরস্বতীরর কৃপায় তিনি বর্তমানে দেশের সবগুলো ভার্সিটিতে বেদ উপনিষদ ও সনাতনধর্ম কে যুবকদের মাঝে ছড়িয়ে দিয়ে তপ্ত মরুর বুকে শীতল জলধারার স্রোত বয়য়ে দিয়েছেন। তাঁর প্রশংসা করে আমি হয়ত ছোট মুখে শেষ করতে পারব না। তবে দাদার কার্যক্রম আমাদের মত যুবকদের যে স্বপ্ন দেখিয়েছে তা যেন হাজারো বছর ধরে যুব সম্প্রদায় বয়ে নিয়ে যেতে পারে ঈশ্বরের কাছে এ প্রার্থনায় করি। আমাদের কুশলদা আমাদের মাঝে যেমন আশার দ্বীপশিখা জ্বালিয়েছেন তেমনিই ভাবে হাজার বছর ধরে তার কীর্তি যেন এ ধরার বুকে থাকে। তিনি যেন শতবর্ষ ধরে এ জ্ঞানের বাণী সকলের মাঝে দিতে পারেন। শুভ জন্মদিন দাদা।

from :
Kartik Krishna Roy
0 comments:
Post a Comment