বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সত্য, সুন্দরের সাথে সাথে যুগপৎ অসত্য, অসুন্দরের বিরুদ্ধে দ্রোহেরও কবি।
আজ ২২ শে শ্রাবণ। বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। তিনি ছিলেন সত্য, সুন্দরের সাথে সাথে যুগপৎ অসত্য, অসুন্দরের বিরুদ্ধে দ্রোহেরও কবি। তিনিই আমাদের শিখিয়েছেন - 'অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তাকে যেন তৃণসম দহে।' বাঙালির জীবনে
সর্বক্ষেত্রে ভাষা দিয়েছেন তিনি। ১৯৪১ সালে তাঁর মৃত্যুর পরে প্রকাশিত হয় 'শেষলেখা ' কাব্যগ্রন্থটি। এ কাব্যগ্রন্থে আমাদের জীবনের
নাট্যমঞ্চের আলো-ছায়ায় অনেক রুঢ়সত্য, জীবন-সত্যকে তিনি
দেখিয়ে আমাদের জীবনের সন্মার্গ প্রদর্শন করেছেন।
তাই গঙ্গাজলে গঙ্গাপূজার ন্যায় আজ কবিগুরুর 'শেষলেখা 'কাব্যগ্রন্থের একটি কবিতা দিয়েই ঋষিতুল্য ব্রহ্মজ্ঞ এই পুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা-তর্পণ করছি।
তাই গঙ্গাজলে গঙ্গাপূজার ন্যায় আজ কবিগুরুর 'শেষলেখা 'কাব্যগ্রন্থের একটি কবিতা দিয়েই ঋষিতুল্য ব্রহ্মজ্ঞ এই পুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা-তর্পণ করছি।
রূপ-নারানের কূলে
জেগে উঠিলাম,
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।
জেগে উঠিলাম,
জানিলাম এ জগৎ
স্বপ্ন নয়।
রক্তের অক্ষরে দেখিলাম
আপনার রূপ,
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায় ;
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন -
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ ক'রে দিতে।
আপনার রূপ,
চিনিলাম আপনারে
আঘাতে আঘাতে
বেদনায় বেদনায় ;
সত্য যে কঠিন,
কঠিনেরে ভালবাসিলাম,
সে কখনো করে না বঞ্চনা।
আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন -
সত্যের দারুণ মূল্য লাভ করিবারে,
মৃত্যুতে সকল দেনা শোধ ক'রে দিতে।
(উদয়ন, শান্তিনিকেতন, ১৩ মে ১৯৪১, রাত্রি :৩.১৫ মি.)
0 comments:
Post a Comment