Our social:

Monday, September 19, 2016

ধরিত্রী মায়ের নিজহাতে স্নেহের আচঁল বিছানো মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানগুলো

ধরিত্রী মায়ের নিজহাতে স্নেহের আচঁল বিছানো মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগানগুলোতে ঘুরতে ঘুরতে একরাশ আনন্দে মনটা ভরে গেল। অসাধারণ প্রাকৃতিক সুন্দরের লীলাভূমি শ্রীমঙ্গল !
কিন্তু এতো সুন্দরের মাঝেও মনটা বিষাদে ভরে গেল, চা শ্রমিকদের উপরে মালিকপক্ষের অমানবিক দাসসুলভ নিষ্ঠুর আচরণ দেখে। সকাল থেকে সন্ধ্যাকাল পর্যন্ত সারাদিন খেটে তারা মজুরি পায় মাত্র ৬০ টাকার মতো।
এর সাথে দেখলাম এবং শুনলাম খ্রিস্টান মিশনারিদের নিষ্ঠুর-ভণ্ড মানবতাবাদী (!) দৌরাত্ম্য। কিভাবে গরিব আদিবাসী হিন্দুদের ধর্মান্তরিত করছে মিশনারিরা বিভিন্ন ক্ষুদ্রঋণচক্রে ফেলে, শিশুদের দুপুরে মাংসের মতো ভারি খাবার দেবার নাম করে, গরু বা ঘরের দুটো-চারটে টিন কিনে দেবার কথা বলে এবং অসংখ্য মানবতাবাদীর ছদ্মবেশে মিথ্যা ছলা-কলার আশ্রয় করে। চা শ্রমিকদের এবং তাদের নেতাদের কাছে শত-শত প্রবঞ্চনার কাহিনীগুলো শুনে চোখের জল আর রাখতে পারলাম না।
বারবার মনে হলো, এই পনেরোলাখের উপরে লাঞ্ছিত মানুষদের পাশে আমরা যারা তুলনামূলক সচ্ছল তারা কি সামান্য সহায়তার হাত বাড়িয়ে দিতে পারিনা? আমরা কি পারিনা এই দুর্গাপূজায় অন্তত কয়েকটি চাবাগানের প্রত্যেকটি শিশুকে পূজায় কাপড় দিতে?
এবিষয়ে সকলের মতামত কামনা করছি


0 comments:

Post a Comment